অনলাইন ডেস্কঃ ঝালকাঠির নলছিটিতে বরিশাল কুয়াকাটা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশিদ বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দপদপিয়া ইউনিয়নের বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ উপজেলার দপদপিয়া এলাকার মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বরিশাল কুয়াকাটা সড়কে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে আব্দুর রশিদ বিশ্বাস মাটিতে পড়ে যান। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান সাংবাদিকদের জানান, আমরা আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পরে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি।