ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগানগেট এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার এসআই দীপক বালা সাংবাদিকদের বলেন, খবর পেয়ে সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালের বাগানগেট এলাকা থেকে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কে বা কারা নবজাতকের লাশ ফেলে পালিয়েছে, তা জানার চেষ্টা করছেন বলে জানান তিনি।