জহর হাসান সাগর
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর- মহান্দী সড়কের জাতপুর শাপলা প্রি-ক্যাডেট স্কুলের সামনে গায়ের চাদর ইজিবাইকের মটরের সঙ্গে গায়ের চাদর জড়িয়ে মোজাহার মোল্যা এমে (৬০) এক বৃদ্ধ ব্যাক্তি নিহত হয়েছেন।
নিহত মোজাহার হলেন তালা উপজেলার জেয়ালানলতা গ্রামের মৃত জরিপ মোল্যার ছেলে।
পথচারীরা জানান। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকাল ৩ টার দিকে তালার খেজুরবুনিয়া বাজার থেকে ইজিবাইকে করে জাতপুর বাজারে আসার পথে জাতপুর শাপলা প্রি- ক্যাডেট স্কুলের সামনে আসলেই গলায় জড়ানো চাদর ইজিবাইকের মটরে জড়িয়ে গলা কেটে ঘটনা স্থলেই সে নিহত হয়।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ঘাতক চালককে পলায়ন করায় ইজিবাইক টি আটক ও নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।