জহরহাসান সাগর সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ইসলাম ধর্ম কে নিয়ে কটুক্তি করায় সাগর দাস (১৮) নামে এক যুবকে আটক করেছে তালা থানা পুলিশ।
শুক্রবার (১১ফেব্রুয়ারি) দুপুরে তাকে তার নিজ এলাকা সুজনশাহা বাজার থেকে আটক করা হয়েছে।
সে উপজেলার সুজশাহ গ্রামের বিশ্বনাথ দাসের ছেলে।
পুলিশ জানায়, দাশ সাগর নামে একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সাগর দাস বিভিন্ন সময় বিভিন্ন পোস্টে ইসলাম নিয়ে কটুক্তি করে মন্তব্য করেন। এছাড়াও ম্যাসেঞ্জারে বন্ধুদের কাছে ইসলাম বিরোধী কথাবার্তা লিখে পাঠিয়ে থাকেন। বিষয়টি নিয়ে ওই এলাকায় মুসলমানদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি তালা থানা পুলিশ গুরুত্ব সহকারে আমলে নিয়ে সুজনশাহা বাজার থেকে তাকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোন এবং তার যে বন্ধুদের কাছে এমন মন্তব্য পাঠিয়েছে তাদের একটা ফোন জব্দ করে থানা পুলিশ।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সাগর দাশকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।