জহর হাসান সাগরঃ
বন্যপ্রাণী হত্যা থেকে বিরত থাকার জন্য মানুষের মাঝে সচেতন বৃদ্ধি করতে সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের পক্ষ থেকে কৃষক ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের বিল এলাকায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা প্রর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন সচেতন বৃদ্ধির লক্ষ্যে মানুষের উদ্দেশ্যে বলেন। বন্য প্রাণী হত্যা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে এবং বন্যপ্রাণী আইন সম্পর্কে মানুষকে অবগতি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেভ ওয়াইল্ড লাইফ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়জিত হুসাইন, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক জহর হাসান সাগর, প্রাণ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ বোরহান উদ্দীন বিশ্বাস, জয়ন্ত কুমার শীল সহ প্রমূখ।