জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচী শুরু হওয়ায় আজ বুধবার খলিলনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজরাকাটী কমিউনিটি ক্লিনিক এর চত্বরে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গণটিকাদান কর্মসূচীর আয়োজন করা হয়। গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন। হাজরাকাটী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম গাজী। মোঃ মোকছেদ শেখ টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
গণ টিকা পেয়ে এলাকার একাধিক ব্যক্তিরা জানান, টিকার বিষয়ে আমরা আগে বেশি সচেতন ছিলাম না। যখন দেখলাম আমাদের গ্রাম পর্যায়ে টিকা চলে এসেছে তখন ভাবলাম যে তাহলে আর দেরি না করে এখন থেকে টিকা দিয়ে নি এলাকার সাধারণ মানুষরা জানান যে।
এরকম গ্রাম পর্যায়ে টিকা পেয়ে আমরা অনেক আনন্দিত হয়েছি ভবিষ্যতের জন্য এরকম গ্রাম পত্রিকার কার্যক্রম চালু থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আহবান করছে।
এ বিষয়ে এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম গাজী জানান আজকে প্রথম পর্যায়ে ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছে আগামী মাসে এই ৫০০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।