শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

তালায় রাত পোহালে অনুষ্ঠিত হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন।

জহর হাসান সাগরসাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার মাধ্যমিক শিক্ষা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন।

ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। নির্বাচনে প্রার্থী হলেন সভাপতি পদে দুই জন, সাধারন সম্পাদক চার জন ও দুই জন কোষাধ্যক্ষ পদে নির্বাচনী করছেন।

প্রধান নির্বাচন কমিশনার আনন্দ মোহন হালদার জানান, ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন করা হয়েছে। এ নির্বাচনী ৬৪৩ জন শিক্ষক প্রতিনিধি ভোটার রয়েছেন।

তালা বি.দে সরকারি বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে,সভাপতি পদে নির্বাচন করছেন এইচ,এম,এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মোবারক হোসেন, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার, সাধারণ সম্পাদক পদে, সৈয়দ দিদার বখত্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. মতিয়ার রহমান, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সজীবুদ্দৌলা, এজিডিপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক এ.এইচ.এম আঃ মুনয়িম, জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জুলফিক্কার আলী আকুঞ্জী, কোষাধ্যক্ষ পদে এজেএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফজলুল করিম শেখ, খলিশখালী মাগুরা এমসি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দাশ।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আনন্দ মোহন হালদার, নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মো. আব্দুল আজিজ ও মো. মঈনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ