জহর হাসান সাগর
সাতক্ষীরার তালায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ বিশ্বাস (৭৫) শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন।সকালে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সে তালার মাগুরা গ্রামের মৃত প্রমোদ বিশ্বাসের ছেলে কৃষ্ণ পদ বিশ্বাস। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র, ১ কন্যা সন্তান সহ আতীয়স্বজন অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অনাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা গৌরপদ মন্ডল, তালা থানার এসআই প্রীতিশ রায়, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।