বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

তালায় সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের থেকে পাখির ফাঁদ উদ্ধার

জহর হাসান সাগরঃ

সাতক্ষীরার তালায় পাখির ফাঁদ উদ্ধার করছে সেভ ওয়াইল্ড লাইফ সংগঠন বুধবার সকাল থেকে দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।
ফাঁদ পেতে পাখি ধরা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে সেভ ওয়াইল্ড লাইফ টিম। তাৎক্ষণিক ভাবে তালা উপজেলার সীমান্তবর্তী সুনামূখী ঘেরে অভিযান পরিচালনা করে সংগঠনটি। এ সময় ঘটনাস্থল থেকে যথাক্রমে ৫০ হাত লম্বা তিনটি ফাঁদ উদ্ধার করে। পরবর্তীতে ফাঁদ তিনটি জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে জানাযায় ।
একই সাথে পাশ্ববর্তী জনসাধারণের মাঝে সচেতনতামূলত বক্তব্য ও লিফলেট বিতরণ করা হয়।
সেভ ওয়াইল্ড লাইফ এর সভাপতি ইমরান হোসেনের নির্দেশনায় উক্ত অভিযান কার্যক্রমে অংশ নিয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়জিত হুসাইন, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক জহর হাসান সাগর, প্রাণ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ বোরহান উদ্দীন বিশ্বাস, জয়ন্ত কুমার শীল সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ