মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডাঃ রাজীবের সাথে কর্তব্যরত সাংবাদিকদের মত বিনিময়সভা অনুষ্ঠিত

জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ রাজীব সরদারের সঙ্গে তালা সদরের কর্তব্যরত সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকাল ১১ হতে ১২.৩০ পর্যন্ত তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় জনাব ডাঃ রাজীব সরদার এর উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন আলোচনা হয়। ২০১৬ সালে আরএমও হিসেবে যোগদান করার পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে থাকেন। যার সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদন্নোতি পান। ডাঃ রাজীব সরদার দায়িত্ব গ্রহনের পর থেকে সঠিকভাবে দায়িত্ব পালন ও সঠিকভাবে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনার জন্য সাতক্ষীরা জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে ২য় অবস্থানে আছেন। এছাড়াও সারাদেশের ৫৮৮ টি স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যে ৩৮ তম স্থানে অবস্থান করছে।

এই মতবিনিময় ও উন্নয়ন মূলক কর্মকাণ্ডের আলোচনায় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাংবাদিক জহর হাসান সাগর, সাংবাদিক বোরহান উদ্দীন, তালা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক রফিকুল ইসলাম, সহ ফয়সাল আহমেদ, সাংবাদিক ইলিয়াস আহমেদ, সাংবাদিক সেলিম হায়দার, সাংবাদিক জাহিদ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ