মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

দিনাজপুর র‍্যাব-১৩ কর্তৃক ভুয়া ডাক্তার ও সহযোগী সহ দুইজন গ্রেফতার।বিপুল পরিমাণে ঔষধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধার।।

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধির নিউজ ডেস্কঃ
র‍্যব-১৩ দিনাজপুর কর্তৃক আজ র‍্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন ৬ নং হাউলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অন্তর্গত হাজীর দীঘির মোড় বাজারে বাপ্পি ফার্মেসি নামক মেডিকেল ষ্টোরে মোঃ রস্তম আলী মাসুদ(৬২) নামের ব্যাক্তি ভুয়া সাইনবোর্ড ও ডিগ্রী ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ধারণ করে এলাকা বাসিকে প্রতারিত করে আসায় আজ ২১/০৪/২২ ইং তারিখে সিভিল সার্জনের প্রতিনিধি সহকারে র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল উক্ত ফার্মেসীতে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ১) মোঃ রস্তম আলী মাসুদ(৬২) ও পিতা-অঙ্যাত সাং- রামনগর,ও দিনাজপুর সদরের তাহার সহযোগী মোঃ আব্দুল্লাহ (৫৫) সাং- মহব্বতপুর কে বিপুল পরিমানে ঔষধ ও ঔষধ সামগ্রীর বিভিন্ন প্রকার সরন্জামাদী সহ হাতেনাতে গ্রেপ্তার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ