বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

দুই শিশু কন্যার আহাজারি বাবা বিদেশ ও মা প্রেমিকের হাতধরে পলাতক।

শরিফুল ইসলাম কনক,কালিহাতি প্রতিনিধিঃ প্রবাসী স্ত্রী আলেয়া বেগম (৩০) প্রেমের ফাঁদে পা দিয়ে পালিয়ে যায়। দুই শিশু কন্যা আবিদা এবং আলিদা শিশু কন্যার কান্নায় এলাকা জুড়ে ভারী হয়েগেছে। আলেয়ার বাবার থানায় জিডি। সরেজমিনে ঘুরে জানাযায়, কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের সাভার মধ্য পাড়া সরাফত আলীর মেয়ের সাথে একই ইউনিয়নের কোকডহরা গ্রামের খোকা শিকদারের ছেলে আমিনুল ইসলামের সাথে ১৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর পরই সৌদিতে চাকরি করেন। মাঝে মধ্যে দেশে চলে আসেন। সংসার জীবনে দুই সন্তানের জননী আলেয়া বেগম। গত ১৫ ফেব্রুয়ারী সকালে দুই শিশু কন্যাকে মাদ্রাসায় রেখে উধাও হয়ে যান। বাবা শরাফত আলী জানান, অনেক খুঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। পরের দিন কালিহাতি থানায় সাধারন ডাইরি করে । ডাইরি নং ৭২৯ তারিখ ১৬.০২.২২ । প্রবাসী আমিনূল ইসলামের বড় ভাই ফারুক হোসেন জানান, দুই শিশু কন্যার কান্না থামাতে পারিতেছিনা। আমাদের দুই ভাতিজি আবিদা( ১০) ও আলিফা ( ৭) বেতডোবা মহিলা মাদ্রাসা পড়াশোনা করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, যে প্রমিকের হাত ধরে চলে গেছে তার সাথে দীর্ঘদিন যাবৎ ফোনে কথা বলতো। তার নাম ঠিকানা কেউ জানে না। কালিহাতি প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ