সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটায় মুজিব বর্ষে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস ও সিপিবি ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১ টায় দেবহাটা ফুটবল মাঠে এ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য বাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, নওয়াপাড়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কুলিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেবহাটার স্টেশন ইনচার্জ ইউনুস আলী.লিডার জাকির হোসেন এবং কলিম উদ্দীনের নেতৃত্বে ফায়ার কর্মীরা অগ্নী দূর্ঘটনা মোকাবেলাসহ বিভিন্ন দূর্যোগে করনীয় শির্ষক মহড়া উপস্থাপন করেন।