শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

দেড় বছর পর সবচেয়ে কম সংক্রমণ ভারতে

ভারতে ৫২৮ দিন পর করোনাভাইরাসে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে ভারতে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৯৭ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটির মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৫৯৮। খবর এনডিটিভি ও জিনিউজের।

আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩০১ জনের। তার মধ্যে ২১০ জনই কেরালার। মহারাষ্ট্রে ৩৪, তামিলনাড়ুতে ১৫ এবং পশ্চিমবঙ্গে ১৪  জন রয়েছে মৃতের সংখ্যা। বাকি সব রাজ্যে মৃতের সংখ্যা দশের কম।

অক্টোবরের শুরু থেকেই ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় তা কমে ২ হাজার ২৩৮ জনে দাঁড়িয়েছে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৫৫ জন।

এ বছর ভারতে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ১ লাখ ৩৫ হাজারে নেমেছিল সক্রিয় রোগীর সংখ্যা।

তার পর মে মাসে তা ৩৭ লাখ ছাড়িয়েছিল। সেখান থেকে কমতে কমতে বর্তমানে ১ লাখ ৩০ হাজারের নিচে নামল সক্রিয় রোগীর সংখ্যা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ