মুসলমানদের কাছে দোয়া শব্দটি ব্যাপক পরিচিত। মুসলমানরা চলতে ফিরতে একে অন্যের কাছে দোয়া প্রার্থনা করে।
সবাই সবাই সবার কাছে কোনো না কোনো উসিলায় দোয়া চান। আর বিপদ-আপদের সময় তো দোয়া আমাদের মুখে লেগেই থাকে।
বস্তুত দোয়া শুধু প্রয়োজনে নয়, দোয়া একটি ইবাদত বিশেষ।
ইসলামের পরিভাষায়, দোয়া শব্দের আক্ষরিক অর্থ ‘আবাহন’ বা ‘ডাকা’, যা একটি পদ্ধতিসিদ্ধ মিনতি প্রক্রিয়া।
তার পরিক্রমায় গুরুদাস পুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার ভাইয়ের জন্য তার চলার পথে মঙ্গলকামনার জন্য ঢাকা ভাষানটেক একটি এতিম খানায় এতিম দের নিয়ে দোয়া অনুষ্ঠান এবং খাবার এর আয়োজন করা হয়ে ছে এবঙ একটি অসুস্থ পরিবার কে পুষ্টি কর খাবার উপহার দেয়া হয়েছে।