মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

নতুন গ্রহের সন্ধান!

জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্রমণ্ডলে নতুন গ্রহের সন্ধান পেয়েছে। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ গ্রহটি খুঁজে পেয়েছেন। মনে করা হচ্ছে, গ্রহের জন্ম ও ক্রমবিবর্তনের ধারাটিকে আরও ভালো করে বুঝতে সাহায্য করবে এ নব্য আবিষ্কৃত গ্রহ।

বিজ্ঞানীরা জানিয়েছেন, বয়সে কার্যত সদ্যোজাত হলেও গ্রহটি বৃহস্পতির চেয়েও ভারী। কয়েক কোটি বছর আগে তার জন্ম। কিন্তু গ্রহ হিসাবে সে অত্যন্তই নবীন। 2M0437b নামের গ্রহটি এতটাই অল্পবয়সি যে সৃষ্টির সময়কার উত্তাপ এখনো রয়েছে তার শরীরে।

গবেষক দলের অন্যতম সদস্য এরিক গাইডোস জানিয়েছেন, ‘গ্রহটি থেকে যে আলো প্রতিফলিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করলে আমরা এটির গঠনগত উপাদান সম্পর্কে বিস্তারিত জানতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ