শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

নতুন প্রজন্ম জানবে বাংলাদেশের সঠিক ইতিহাস হাজী জহিরুল আলম।

 

মোঃ শহিদুল ইসলাম শহিদ
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের সম্মানে বর্ণাঢ্য শোভাযাত্রা‌ ২০২১ এর আয়োজন করেন চট্রগ্রাম মহানগরের ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এ ইউনিটের যুন্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জহিরুল আলম। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শোভাযাত্রা শেষ হয়। নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আগামী প্রজন্মের উদ্দেশ্য হাজী জহিরুল আলম বলেন আগামী দিনের ভবিষ্যৎ ও আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর হলো আমাদের নতুন প্রজন্ম। বিশ্ব দরবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আমাদের দেশ কে এই বিজয়ের মাধ্যমে তুলে ধরেছিলেন, তাঁরাও যেন ভবিষ্যতে এই ধারা অব্যহত রাখতে পারে। তাদেরকে জানাতে হবে বাংলাদেশের সঠিক ইতিহাস। কিভাবে সাধারন মানুষগুলো আত্মত্যাগের মাধ্যমে অসাধারণ হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা নামক গৌরবের সেই অহংকার। কিভাবে বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছিলেন বাংলাদেশ নামক প্রিয় মাতৃভূমিকে। তারাই ভবিষ্যৎ বাংলাদেশ, তারাই এগিয়ে নিয়ে যাবে এ দেশের সম্মান কে দূর হতে বহু দূর। সারাবিশ্ব জানবে সগৌরবের বাঙালি জাতিকে, সর্বোপরি বাংলাদেশের নির্মাতা বঙ্গবন্ধুকে, বাংলাদেশকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ