নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়নের বাবনাপাড়া এলাকায় সদর ইউপি চেয়ারম্যান কুদরত আলীর এক সাঁড়াশি অভিযানে মাদকদ্রব্য গাঁজা সহ মাদক সেবন ও ছিনতাই কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ মার্চ) রাতে ইউপি চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই কাজে জড়িত ব্যক্তিদের খোঁজ নেয়া হচ্ছে এবং পরিবারের সদস্যদের সতর্ক করা হয়েছে। এছাড়াও অপর ব্যক্তিকে ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী বলেন, আমরা দ্রুত অভিযোগ বক্স স্থাপন করতে যাচ্ছি। অচিরেই একটি অভিযোগ সেল গঠন করা হবে।
ইতিমধ্যে যেসব তথ্য আমি পাচ্ছি সেই অনুযায়ী তড়িৎ পদক্ষেপ হিসেবেই এই অভিযান পরিচালনা করেছি। নাগরপুরবাসী আমার সাথে আছে এবং ইনশা’আল্লাহ মাদক নির্মূল করেই আমি ঘরে ফিরবো। মাদকের বিরুদ্ধে এই ধরণের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, আটককৃত মাদক ব্যবসায়ী হলেন-কাঞ্চু মিয়া (৫২) বাবনাপাড়া গ্রামের শুকুর মিয়ার ছেলে।