শফিক টুটুল নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে বিচ্ছন্ন এলাকা কাশমিরের মানুষকে কোভিড-১৯ এর ১ম ডোজ দিতে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তাদের সহায়তা করছেন স্থানীয় চেয়ারম্যান আবুল হাসানাত ডালিম এবং ঐ এলাকার যুবসম্প্রদায়। স্থানীয় চেয়ারম্যান আবুল হাসানাত ডালিম এর সঙ্গে আলাপ করলে তিনি জানান আমাদের এই কাশমির এলাকা উপজেলা সদর থেকে ২০ কিঃ মিঃ দুরুত্বে বেলুয়া নদীর অপর পারে অবস্থিত তিনটি থানার মোহনা। এই এলাকায় প্রায় ১৫ শত লোকের বসবাস। উপজেলা সদর থেকে বেশ দুরে অবস্থিত হওয়ায় স্বাস্থ্যকপ্লেক্সের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তার অত্যন্ত প্রচেষ্টায় বিস্তির্ন এলাকার মানুষের দূর্ভোগকে লাঘবের জন্য এই এলাকায় মেডিকেল টিমের ক্যাম্পিং এর মাধ্যমে টিকা প্রদান করা হয়এবং ১ম দিনেই ৬০০ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়।