নাজিরপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলার নাজিরপুরে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধুকে গণধর্ষণ করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে উপজেলার ৫ নং শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামে হান্নান গাজীর ঘরে ঢুকে একই গ্রামের কবির হোসেন গাজী (২৩), পিং- হায়দার আলী গাজী, হৃদয় গাজী (১৬), পিং- শহিদুল গাজী, রাব্বি শেখ (১৯), পিং- বাশার শেখ হান্নান গাজীর বিবাহীত মেয়ে সাথী আক্তার (১৮) এর ঘরে ঢুকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার পিতার সূত্র মতে জানা যায় গত ০৯ ফেব্রুয়ারি দিবাগত রাত্রে সে ও তার স্ত্রী জরুরী কাজে নিকটতম আত্মীয়ের বাড়ীতে বেড়াতে বেড়াতে গেলে গভীর রাত্রে ঐ এলাকার বখাটে যুবকদল ঘরের পিছন থেকে কৌশল করে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে তার বিবাহীত মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার সংবাদ পেয়ে নাজিরপুর থানার দায়ীত্বরত ওসি তদন্ত মাহিদুল ইসলাম ঘটনাস্থলে দ্রুত পুলিশের টিম পাঠিয়ে ৩ জনকে গ্রেফতার করতে স্বক্ষম হয়। এ ব্যপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩ ধারা মতে মামলা রুজু করে নিজেই মামলার তদন্তভার গ্রহন করেন ও ভিকটিমকে শারীরিক পরীক্ষা-নীরিক্ষা ও ২২ ধারা জবান বন্দির জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করেন এবং গ্রেফতারকৃত আসামীদেরও বিজ্ঞ কোর্টে সোপর্দ করেন বলে পুলিশ সূত্র মতে জানা গেছে।