নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে টানা তৃতীয়বার জয় পাওয়া ডা. সেলিনা হায়াৎ আইভী আগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) শপথ গ্রহণ করবেন। ওই দিন সকাল দশটায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি তাকে শপথবাক্য পাঠ করাবেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী।
বুধবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
একই দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নয়জন নারী কাউন্সিলরও শপথ নেবেন।
গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পান ৯২ হাজার ৫৬২ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৬৬ হাজার ৫৩৫।