June 18, 2025, 11:51 am

না‌জিরপু‌রে ৩ ইউপি চেয়ারম্যান ও সদস‌্যদের শপথ গ্রহণ

 

আজিজুল ইসলাম পিরোজপুরঃ

পি‌রোজপু‌রের না‌জিরপুর উপজেলার দ্বিতীয় ধা‌পে ৩ টি ইউনিয়ন প‌রিষ‌দের নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যান ও সংর‌ক্ষিত ম‌হিলা সদস‌্য এবং সাধারণ সদস‌্যরা শপথ নি‌য়ে‌ছেন।

মঙ্গলবার সকাল ১১ টায় না‌জিরপুর উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে স্বাধীনতা ম‌ঞ্চে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

পি‌রোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হো‌সেন, চেয়ারম‌্যান‌দের শপথ বাক‌্য পাঠ করান আর ম‌হিলা সংর‌ক্ষিত সদস‌্য ও সাধারণ সদস‌্যদের শপথ বাক‌্য পাঠ করাণ না‌জিরপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (uno) শেখ আব্দুল্লাহ্ সাদীদ, শপথ নেন ৪ নং দীর্ঘা ইউ‌নিয়‌নের অশু‌তোষ বেপারী, ৫ নং খাঁখারীকাঠী ইউ‌নিয়‌নের মোঃ খা‌লিদ হো‌সেন সজল, ৮ নং শ্রীরামকাঠী ইউ‌নিয়‌নের বীর মু‌ক্তিযোদ্ধা আলতাফ হো‌সেন বেপারী।

৩ জন চেয়ারম‌্যন ৯ জন নারী সংর‌ক্ষিত সদস‌্য ও ২৭ জন সাধারণ ওয়া‌র্ডের সদস‌্য সবাই এ শপথ পাঠ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন।

নব‌নির্বা‌চিত জনপ্রতি‌নি‌ধি‌দের দে‌শের স্বা‌র্থে ঐক‌্যবদ্ধভাবে জনগ‌নের খেদমত করার জন‌্য জনগণ আপনা‌কে নির্বা‌চিত ক‌রে‌ছেন, তাই আপনা‌কে স‌ঠিকভা‌বে জনগ‌ণের খেদমত করার জন‌্য কাজ কর‌তে হ‌বে ব‌লে আহবান জানান পি‌রোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হো‌সেন।

এ সময় স‌ঞ্জীব কুমার রায়ের সঞ্চালনায় শপথ গ্রহন অনুষ্টা‌নে উপ‌স্থিত ছি‌লেন, না‌জিরপুর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান মাষ্টার অমূল‌্য রঞ্জন হালদার, না‌জিরপুর সহকা‌রি কমিশনার (ভূ‌মি ) শেখ আল মামুন, উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যন শেখ মোস্তা‌ফিজুর রহমান রঞ্জু, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যন, শাহ‌রিয়ার ফের‌দৌস রুনা, না‌জিরপুর সদর ইউ‌পি চেয়ারম‌্যন ও আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক মোশা‌রেফ হো‌সেন খান, ৭ নং সেখমা‌টিয়া ইউ‌পি চেয়ারম‌্যন আ‌তিয়ার রহমান চৌধুরী নান্নু, না‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মা‌হিদুল ইসলাম, জেলা প‌রিষদ সদস‌্য সুলতান মাহমুদ খান ও তি‌মির হালদার তু‌হিন, প্রিন্ট ও ই‌লেক্ট্রনিক মি‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ প্রমূখ।



ফেসবুক
ব্রেকিং নিউজ