পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুরের নেছারাবাদে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহার “মোবাইল ভেটেরিনারি ক্লিনিক” এর শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় নেছারাবাদ উপজেলা পরিষদ মাঠে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন বরিশাল প্রাণিসম্পদ বিভাগের পরিচালক ডাঃ মোঃ নুরুল আলম, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসেন, নেছারাবাদ ও কাউখালি সার্কেলের সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন পিপিএম,সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব মোঃ আব্দুল হামিদ, নেছারাবাদ উপজেলা প্রানী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ তাপস কুমার ঘোষ, নেছারাবাদ উপজেলার ভেটেরিনারি সার্জন ডা: মো: শওকত আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: শোভন হালদার প্রমুখ।