আজিজুল ইসলাম পিরোজপুরঃ
নানা আয়েজনের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (১১ নভেম্বর) সারাদেশে পালিত হয়েছে। যুবলীগের আয়োজনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কেটে, র্যালি, শোভযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণের এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
পিরোজপুরের নেছারাবাদে
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদ উপজেলা যুবলীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নবেম্বর বিকেল ৫টায় স্বরুপকাঠী পৌরসভা মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা যুবলীগের সভাপতি লাভলু আহাম্মেদ,
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আল মামুন,
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দীন পিয়াস প্রমুখ।
এসব কর্মসূচির মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি চাঁদাবাজ, সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জড়িতরা যেন যুবলীগে আসতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানানো হয়।