June 20, 2025, 6:39 am

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সিএনজি চালিত অটোরিকসা ও ব্যাটারি চালিত রিকসা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র/ছাত্রীসহ সর্বসাধারনের অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মাইজদী শহরের টাউন হল মোড়ে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবহন খাতে অনিয়ম দুর্নীতি মানি না, মানব না। আসস্মিক এ ভাড়া বৃদ্ধির কারণে শিক্ষার্থী ও সাধারণ জনগণ বিপাকে পড়েছে বলেও মন্তব্য করেন তারা।
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক সুমন চন্দ্র ভৌমিকসহ আরো অনেকে।



ফেসবুক
ব্রেকিং নিউজ