শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

নোয়াখালী জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অধ্যাপক মো. হানিফের ইন্তেকাল, একরামুল করিম চৌধুরী এমপির শোক প্রকাশ।

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মো. হানিফ বার্ধক্যজনতি কারনে শনিবার রাজধানী ইউনাইটেডে হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মৃত্যুকালে তিনি তিন পুত্র, দুই কন্যা অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

অধ্যাপক মো.হানিফ ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকা-ে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ এছাড়া তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরআগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন এবং বঙ্গবন্ধু কর্তৃক স্বর্ণপদক লাভ করেন।

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, খ্যাতিমান শিক্ষক এবং বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ