আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানকে ও নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম (পিপিএম) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু।
১৫ফেব্রুয়ারী (মঙ্গলবার) নেতাকর্মীদের সাথে নিয়ে পৃথক পৃথক ভাবে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ্যঃ- গত ১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে ১নং চরজব্বার ও ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচন, চরজুবিলী ইউনিয়নে সাইফুল্লাহ খসরু আনারস প্রতিক নিয়ে ১২৫৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হানিফ চৌধুরী (নৌকা) প্রতিক নিয়ে পেয়েছেন ৫৬৮২ ভোট।
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে দুই ইউনিয়নে ৫০৫ জন পুলিশ, ৫৫৯ জন আনসার, ৩৭ জন র্যাব, ৬০ জন বিজিবিসহ এক হাজার ১৬১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিলো।