রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

নোয়াখালী পৌরসভায় টানা দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হয়েছেন সহিদ উল্যাহ খান।

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. সহিদ উল্যাহ্ খান বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

রোববার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সহিদ উল্যাহ্ খান পেয়েছেন ২৬ হাজার ৪০৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মো. সহিদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।

নির্বাচন কার্যালয় জানায়, পৌরসভার ৭৫ হাজার ৭২৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৯ হাজার ৮২২ জন ভোটার। ভোটার উপস্থিতি হার ছিল ৫২.৫৯ শতাংশ।

সহিদ উল্যাহ্ খান এনিয়ে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সহিদ উল্যাহ্ খান বলেন, এ বিজয় শান্তি, উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদেরের সুযোগ্য নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার বিজয়।

তিনি নোয়াখালী পৌরসভার শান্তিপ্রিয় সাধারণ মানুষকে এ বিজয় উৎসর্গ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ