বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা

নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে পটুয়াখালী সদর উপজেলায় মাসুদ ব্যপারী (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে বড় বিঘাই ইউনিয়নের ২নং ওয়ার্ড এর গনি সিকদারের বাড়ির কাছের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাসুদ ব্যাপারী ৩নং ওয়ার্ড আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে। তিনি উপজেলার বড় বিঘাই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মজনু মোল্লার ব্যক্তিগত মোটরসাইকেল চালক ছিলেন।

জানা যায়, ওই এলাকায় মাসুদ ব্যাপারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করছে।

বড় বিঘাই ইউনিয়ন চেয়ারম্যান এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজনু মোল্লা বলেন, গত রাতে আমরা পটুয়াখালী থেকে বড় বিঘাই আসি এবং মাসুদ রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার হাওলাদার এবং রাহাত মাঝিকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে।
ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে আমাকে ফোন করেন।

পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। বিস্তারিত পরে বলা যাবে।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে বড় বিঘাই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ