শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

পাথরঘাটায় নৌকার প্রতিদ্বন্দ্বী হাতপাখা, তাও ঋণ খেলাপির দায়ে বাতিল

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরগুনার পাথরঘাটা উপজেলায় চারটি ইউনিয়ন পরিষদের একটি  ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ হয়েছে। বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জয়ন্ত কুমার অপু তাঁর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী হলেন, চরদুয়ানী ইউনিয়নে ইসলামী আন্দোলন চরমোনাই পীরের মনোনিত হাতপাখা প্রতিকের সোহাগ বাদশাহ।

জানা যায়, উপজেলার চরদুয়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুর রহমান জুয়েলের নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সোহাগ বাদশার হাতপাখা নিয়ে প্রতিদ্বন্দ্বী ছিলেন। ঋণখেলাপির অভিযোগে গতকাল বৃহস্পতিবার প্রার্থিতা যাচাই-বাছাই শেষে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সোহাগ বাদশার মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে সোহাগ বাদশাহর মনোনয়ন পত্র অবৈধ হওয়ার পর চরদুয়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুর রহমান জুয়েল ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে মনোনয়ন পত্র অবৈধ হওয়া সোহাগ বাদশাহ তাঁর প্রার্থিতা ফিরে পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আপিল করবেন বলে জানিয়েছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও চরদুয়ানী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, ঋণ খেলাপির কারণে সোহাগ বাদশাহর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে তাঁরা এ ব্যাপারে আপিল করতে পারবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ