শফিক টুটুল, পিরোজপুরঃ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান এবিএম রেজাউল করিম এর মৃত্যুদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত ২৬ জানুয়ারি রাত্র ৯:০০ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেন।তার কর্মময় জীবনে মাটিভাংগা ডিগ্রি কলেজে অধ্যক্ষ্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মৃত্যুকালীন সময়ে তিনি স্ত্রী ও ১ পুত্র রেখে গেছেন। পুত্র সিহাব করিম, উপ-পরিচালক রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ান, ঢাকা কর্মরত আছেন। স্ত্রী বিলকিস জাহান অবসরপ্রাপ্ত প্রফেসর মাটিভাংগা ডিগ্রী কলেজ।আজ ২৭ জানুয়ারি সকাল ১০:০০ টায় অত্র এলাকার ইদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় নাজিরপুর থানা পুলিশের একটি চৌকশ দল মরোনত্তর সালাম প্রদান শেষে নিজ বাড়ীতে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ শেখ সাদীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, ওসি তদন্ত মাহিদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।