রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন

পিরোজপুরের স্বরুপকাঠীতে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন।

 

আজিজুল ইসলাম পিরোজপুরঃ

দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা,অগ্নি সংযোগ,লুটপাট, ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে রুকে দাড়াও বাংলাদেশ, সম্প্রতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
’ করেছে পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (২১অক্টোবর) সকাল ১০ ঘটকায় জগন্নাথ কাঠী বন্দরে স্বরূপকাঠি
আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দ ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’য় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম সিকদার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর,
৩ নং স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন পারভেজ, ৪ নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদার, ৫ নং জলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ৮ নং সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির,
স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্ত সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্ব স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই বাংলার মাটিতে সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, এবং দেশের সর্ব স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান,।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ