বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

পিরোজপুরে নাজিরপুরে বিএনপি কার্যালয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন

শফিক টুটুল পিরোজপুরঃ

পিরোজপুর জেলার নাজিরপুরে ৬ জানুয়ারি উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক হেদায়েতুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক নাছির আহম্মদ বাচ্চু ও সদস্য সচীব হাবিব খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পদক রফিকুল ইসলাম, মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি শাফায়েত হোসেন শাহীন, সাবেক ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান সহ উপজেলার সকল ইউনিয়নের বিএনপি এবং বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ । এ সময় বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি দেখে বক্তারা পৃথক পৃথক বক্তব্যে বলেন, আজ দেশের গণতন্ত্র কিভাবে ভুলন্ঠিত হয়েছে,তার বাস্তব সত্য আপনারা দেখে যান, বিএনপি রেজিষ্ট্রীকৃত বাংলাদেশের একটি বিশাল দল। আজকে আমরা আমাদের কথা ঘরে বসে বলব, বা আমরা নেতৃবৃন্দ এক জায়গা বসে কথা বলব তার স্বাধীনতা নেই। আমাদের চতুর্পাশে পুলিশের কড়া অবস্থান।নেতৃবৃন্দের বক্তব্যের শেষে জেলা কৃষকদলের আহ্বায়ক নাসির আহম্মেদ বাচ্চু উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। আহ্বায়ক হিসেবে নাম উল্লেখ করেন, আহ্বায়ক মোঃ হেদায়েতুল ইসলাম, মো: আবুল বাশার শেখ, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, শ্রী হরেকৃষ্ণ মন্ডল, মোঃ মাজেদুল ইসলাম ডালিম, যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা মৃধা প্রমুখ সহ কমিটি ঘোষণার শেষে বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ