শফিক টুটুল পিরোজপুরঃ
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বুধবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৪টি ও ভান্ডারিয়া উপজেলায় ১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ৩টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জয়লাভ করেছে। ১টি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এবং ১টি জাতীয় পার্টি (জেপি) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।
বেসরকারীভাবে বিজয়ীরা হলেন মঠবাড়িয়া উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হারুন অর রশিদ তালুকদার (নৌকা), ৪নং দাউদখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. ফজলুল হক খান রাহাত (নৌকা), ৬নং টিকিকাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. রফিকুল ইসলাম রিপন জমাদ্দার (নৌকা) ও ১১নং বড়মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার (স্বতন্ত্র) বিজয়ী হয়েছে।