মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

পিরোজপুর/ যুবলীগ নেতা গুলিবিদ্ধ, আ’লীগ নেতাসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মল্লিক।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাই মোফাজ্জেল হোসেন মল্লিক তপন বাদী হয়ে সোমবার মামলা করেন। এছাড়া হামলায় ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান বরিশালটাইমসকে জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় ৩৬ জনকে নামীয় ও প্রায় দেড় শতাধিক অজ্ঞাতনামাকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি নাসির উদ্দিনসহ এ মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সহিংসতায় ব্যবহার করা অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ