শফিক টুটুল পিরোজপুরঃ
পিরোজপুর শহরে আগুন লেগে পুড়ে গেছে তিনটি ব্যাবসা প্রতিষ্ঠান। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি । প্রায় ক”টি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।স্থানীয়রা জানান, গতকাল রাত আটটার দিকে শহরের ডায়মন্ড মিস্টান্ন ভান্ডার থেকে আগুনের প্রথম সূত্রপাত ঘটে এবং তা মুহুর্তেই পার্শ্ববর্তী মাসুম বেকারী ও একটি লন্ড্রি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পিরোজপুর ফায়ারসার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আগুন লাগার কারন সম্পর্কে নিশ্চিত নন ফায়ারসার্ভিস। রবিবার রাত ৮টার দিকে পিরোজপুর শহরের প্রধান সড়কের ডায়মন্ড সুইটমিট দোকান থেকে এ অগ্নিপাতের সূত্রপাত হয়ে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা প্রশসাক এ সময় তৎক্ষণিক আগুনে ক্ষতিগ্রস্তদের নগদ ১০ হাজার টাকা করে সহযোগীতা হিসেবে প্রদান করেন।