শফিক টুটুল, পিরোজপুরঃ
পিরোজপুর শহরের পুলিশ লাইনে গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর ভষ্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক ইউসুব আলী ও ভাড়াটিয়া শরীফ মিজানুর রহমান জানান, আগুনে নগদ টাকা, স্বর্নালংকার,জরুরী কাগজ পত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। তিনি দাবি করেন সব মিলিয়ে ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হতে পারে। তবে ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা বলেছেন তদন্ত না করে ক্ষতির পরিমান নিরুপন করা যাবে না।