ইউক্রেনে রুশ অভিযানের এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করা নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার বিকেলে কমন্স লিয়াজোঁ কমিটির এক বৈঠকে বরিস জনসন বলেন, পুতিনকে ক্ষমতাচ্যুত করা যুক্তরাজ্যের লক্ষ্য নয়।
বরিস জনসন জানান, তিনি বুঝতে পেরেছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কেন বলেছিলেন, পুতিন ক্ষমতায় থাকতে পারবে না। তবে এ নিয়ে যুক্তরাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই বলেও জানান তিনি।
ব্রিটিশ সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তারা যুক্তরাজ্যের মাথা ব্যথার কারণ নয়। আমাদের লক্ষ্য বর্বর আর অযৌক্তিক সহিংসতা থেকে ইউক্রেনের জনগণকে রক্ষা করা।