নিজস্ব প্রতিবেদনঃ জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র নুরে আলম সিদ্দিকী জুয়েলকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়েছেন। এর পর থেকেই পৌরসভার প্রতিটা নাগরিক ভালো বাবে সেবা পাচ্ছে। এতে করে পৌর নাগরিক অনেক আনন্দিত খুশি আগে থেকেই নুরে আলম সিদ্দিকী জুয়েল কে পৌর নাগরিক দের সুখে দুঃখে পাশে পাচ্ছিল অসহায় পরিবার গুলো এখন আনন্দিত। কারন তারা এখন ভালো মানুষের কাজ থেকে সেবা নিতে পারছে এবং পৌর সভার সবার কথা তিনি মন দিয়ে সুনে এবং তাদের পাশে থাকেন সাধারণ জনগণ বলেন নুরে আলম সিদ্দিকী জুয়েল মহোদয় এর সর্বদা মঙ্গলকামনা করছি।