পাবনার ঈশ্বরদীতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার পিলখানা বিডিআর বিদ্রোহ ঘটনায় চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য কবির হোসেন (৩৯)। তিনি সুনামগঞ্জে ধর্মপাশা থানার খলপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং অপরজন যশোহরের চৌগাছা থানার মন্মথপুর গ্রামের লুৎফর রহমান (৭৫)।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারের পেছনের ডালায় দুটি ব্যাগ তল্লাশি করে ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, আসামিরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। তাদের নামে মাদক আইনে ৩টি মামলা রয়েছে। মাদক আইনে মামলা নথিভুক্ত করার পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।