শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান এর সাথে সিআরইউর সম্পাদকের সৌজন্য সাক্ষাত

 

মোঃ শহিদুল ইসলাম (শহিদ)
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাথে উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম।
অদ্য ১২ অক্টোবর, ২০২১ ইং তারিখে প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব মো. নিজামুল হকের সাথে আজ সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি সি.আর.ইউ. ‘র সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক আজকের প্রভাত’র চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর নূর। প্রসঙ্গতঃ দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’ অনুযায়ী এ নিয়োগ দিয়ে সোমবার (১১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ত্যাগ করার শর্তে তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে।

নতুন চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক ২০১৭ সালের মার্চে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়িত্ব পালন শেষে অবসরে যান।

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ সর্বশেষ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমে ২০১৪ সালের ৪ আগস্ট চুক্তিতে তিন বছরের জন্য তিনি নিয়োগ পেয়েছিলেন। পরে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়। সর্বশেষ গত আগস্টে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মমতাজ উদ্দিনের মেয়াদ শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ