শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০২ অপরাহ্ন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যপন উপলক্ষ্যে জেলেদের মাঝে বিশেষ প্রনোদনা প্রদান করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম

শফিক টুটুল পিরোজপুরঃ

পিরোজপুর জেলার নাজিরপুরে উপজেলা চত্বরের স্বাধীনতা মঞ্চে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যপন উপলক্ষ্যে এবং ইলিশ সংরক্ষণ মৌসুমে বিকল্প কর্মসংস্থান হিসাবে জেলেদের মাঝে বিশেষ প্রনোদনা গরুর বকনা বাছুর বিতরণ, এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি মৎস্য সমবায় সমিতির সদস্যদের মধ্যে মৎস্যজাত দ্রব্য ও ট্রলার বিতরণ এবং প্রতিবন্ধি দুঃস্থদের মাঝে হুইল চেয়ার ও অনুদানের চেক এবং প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে সুবিধা বঞ্চিত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড: শ. ম. রেজউল করিম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আনিছুর রহমান তালুকদার, উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ্ সাদীদ, জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, সহকারি কমিশনার ভ‚মি আল-মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম, জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আব্দুল আলীম গাজী, বিশিষ্ঠ সমাজ সেবক নজরুল ইসলাম বাবুল, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা মৎস্য লীগের আহবায়ক চাঁন পদ সিকদার প্রমুখ। এর আগে সকাল ৯ টায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে স্কুল কলেজ শিক্ষার্থীদের মাঝে ফাইজার টিকা দেওয়ার শুভ উদ্বোধন করেণ এবং এছাড়া নাজিরপুর উপজেলায় পানি সরবরাহের আর্সেনিক ঝুঁকি নিরাসন প্রকল্পের আওতায় বিভিন্ন ইউনিয়নের নির্মিত ৭ টি লবনাক্ততা দূরীকরণ প্লান্ট এর উদ্বোধন করেণ।
এছাড়াও বিকেলে মত্রী নাজিরপুরের শেখমাটিয়ার খেজুরতলায় বিশুদ্ধ খাবার পানির ফিল্টার পদ্ধতির শুভ উদ্ভোদন করেন। এ সময় মন্ত্রী অত্র এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ