মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় বক্তারা, বেগম সুফিয়া কামাল ও এড. কামরুন নাহার বেগম বাঙালি নারী জাগরণের সাহসী সোপান

 

মোঃ শহিদুল ইসলাম শহিদ
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

জীবন ক্ষনিকের হলেও কিছু কিছু মহৎ মানুষ কর্মে ও সৃজনে জীবনের জয়যাত্রা পেরিয়ে হয়ে উঠেন জাতির আলোক শিখা এবং আদর্শের পথিকৃৎ। কালের পরিক্রমায় জাতির কাছে তাঁরা হয়ে উঠেন স্বপ্নচারী ও সাহসী সোপান। বাঙালি জাতির কালজয়ী ইতিহাসের পথ ধরে আজ কবি বেগম সুফিয়া কামাল ও লেখক-মানবাধিকারকর্মী এড. কামরুন নাহার বেগম বাঙালি নারী জাগরণের সাহসী সোপান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নারী জাগরণের পথিকৃৎ কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী ও দেশের বরেণ্য লেখক-মানবাধিকারকর্মী এড. কামরুন নাহার বেগমের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে নারী জাগরণের পথিকৃৎ কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী ও দেশের বরেণ্য লেখক-মানবাধিকারকর্মী এবং মাননীয় তথ্যমন্ত্রীর মাতা এড. কামরুন নাহার বেগমের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা গতকাল ২০ নভেম্বর বিকেল ৫টায় নগরীর কোর্টহিলস্থ আইনজীবি ভবনের ২২৯ নং কক্ষে সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনব্যোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আরো বলেন, কবি সুফিয়া কামাল ও লেখক-মানবাধিকারকর্মী এড. কামরুন নাহার বেগম জীবনের নানা পথ পাড়ি দিয়ে নিজেদের অবস্থান তৈরী করেছেন, যা আজকের নারীদের জন্য অভুতপূর্ব প্রেরণার আধার। সংগ্রাম, চেতনা ও প্রেরণার এক অমলিন সম্মিলনে তাঁরা নারী জাতির আজ চেতনার অগ্নিশিখা। তাঁদের জীবন থেকে আজকের নারীদের অনেক কিছু শেখার আছে। তাঁরা আজীবন কর্মে ও সৃজনে বাঙালি জাতির কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র ও জেলার যুগ্মসাধারণ সম্পদাক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম, বীরমুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন, বীরমুক্তিযোদ্ধা সুধির ধর, সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম রহমান, সহ-অর্থ সম্পাদক মাসুমা কামাল আঁখি, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শিলা চৌধুরী, নৃত্যবিষয়ক সম্পাদক মো. হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, কার্যনির্বাহী সদস্য আঁচল চক্রবর্তী, শতরূপা তালুকদার, মো. গোলাম মোস্তফা, রাজা চৌধুরী, নন্দিনী চৌধুরী, ইতিহাস একাত্তর সম্পাদক রতন বড়ুয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ