মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জলবায়ু পরিবর্তন হয়ে দেশে যে বন্যা হয় তা থেকে রক্ষায় জন্য বর্তমান সময়ে দেশে বন বিভাগের উন্নতির জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছেন। দেশে বন্যায় যাতে আমাদের কে বড় ধরনের ক্ষতি করতে না পারে তার জন্য সকলকে বেশি করে গাছ রোপণ করার জন্য নিদর্শনা দিয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে সকলকে বেশি করে গাছ রোপন করতে হবে। লালমোহন উপজেলা নব নির্মিত রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে, লালমোহন উপজেলা হলরুমে আলোচনা সভায়, আরো উপস্থিত ছিলেন, উপকূলীয় বন বিভাগ ভোলার কমর্কতা মোঃ কাউছার, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা খানম, সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।