স্টাফ রিপোর্টোরঃ বন্ধুর আতিথেয়তায় মুগ্ধ হয়ে অভিভূত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তরুন প্রজন্মের আইডল খ্যাত ইশরাক হোসেন।
নোয়াখালি জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের কৃতি সন্তান, ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী পরান চৌধুরীর ব্যাক্তিগত আমন্ত্রনে আমন্ত্রিত হয়ে চাটখিলে আসেন ইশরাক হোসেন।
গতকাল শুক্রবার (৪ই ফেব্রুয়ারী) বৃষ্টি বেজা দুপুরে প্রিয় বন্ধু পরান চৌধুরীর চাটখিলে নিজ বাড়িতে আসেন তিনি। ফুলেল শুভেচ্ছা জানাতে জানাতে বরন করে নেন প্রিয় বন্ধু ইশরাককে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে এক উৎসব মুখর পরিবেশে রূপ নিয়েছে। স্থানীয় নেতা কর্মীরা সকাল থেকে অপেক্ষা করছেন ইশরাক কখন আসবেন? শত শত মোটর সাইকেলে শোভাযাত্রা নিয়ে চাটখিলে প্রিয় বন্ধুর বাড়িতে আসেন।
একান্ত সাক্ষাৎকারে ইশরাক জানান, এই প্রথম তিনি নোয়াখালীতে আসেন। নোয়াখালী চাটখিলবাসীর আতিথেয়তা তিনি অনেক মুগ্ধ ও অভিভূত। যদিও এই সফরটা কোন রাজনৈতিক সফর না। আমার বন্ধু পরান চৌধুরীর আমন্তনে আমন্ত্রিত হয়ে চাটখিলে আসা। আমি প্রিয় চাটখিল বাসীকে অফুরন্ত ভালোবাসা ও ধন্যবাদ জানান।
ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রয়াত মন্ত্রী ও মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান।