শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

বরিশালগামী বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালগামী বাসের চাপায় মাদারীপুরে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন বাসের ৬ যাত্রী। সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর আঞ্চলিক বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন (৫১) ঝালকাঠী জেলার আলী আকবরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে সাকুরা পরিবহনের একটি যাত্রী বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর পারহাউজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন ও বাসের ছয় যাত্রী আহত হয়। গুরুতর অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেপরোয়াভাবে বাস চালানোই এই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন স্থানীয়রা।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় ইসমাইল নামে এক যবুক নিয়ে স্থানীয়রা হাসপাতালে আসেন। হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চালককে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ