শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় মাটির নিচ থেকে উপজেলা প্রশাসন ১ হাজার ৫৫৪টি গুলি জব্দ করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আগৈলঝাড়া প্রতিনিধি,
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপু‌রে গৈলা ইউ‌নিয়‌নের কালুপাড়া গ্রা‌মে সরকা‌রি আশ্রয়ণ প্রক‌ল্পের জ‌মি থে‌কে গু‌লি উদ্ধার করা হয় উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের কিসমত সরদারের কাছ থেকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য জমি ক্রয় করে উপজেলা প্রশাসন। ওই জমিতে ঘর নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা পরিত্যক্ত গুলি দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে তারা খবর পেয়ে এসে মাটির নিচ থেকে পাওয়া ১ হাজার ৫৫৪টি গুলি জব্দ করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জব্দ গুলি বরিশাল আদালতে প্রেরণ করা হবে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের সময় শ্রমিকেরা মাটি খুঁড়ে গুলি পাওয়ার ঘটনা তাকে জানালে তিনি আগৈলঝাড়া থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ হাজার ৫৫৪টি গুলি জব্দ করেন। পরে উদ্ধারকৃত গুলি থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ