বরিশালে যাত্রী পরিবহনে অভিযান চালিয়ে ৪০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করে কোস্টগার্ড। শনিবার রাতে শহরে প্রবেশদ্বার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে মুন পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে জাটকাগুলো উদ্ধার করে।
কোস্টগার্ড সূত্র জানায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রী পরিবহনে জাটকা ইলিশ পাচার হচ্ছে এমন খবরে তাদের সদস্যরা ব্রিজের ঢালে অবস্থান নেয়। এমন সময় বাসটি আসলে তাতে তল্লাশি চালিয়ে ৪০০ কেজি জাটকা ইলিশ পাওয়া যায়।
পরবর্তীতে ইলিশগুলো বরিশাল শহরের ডিসিঘাট কোস্টগার্ডের আওতাধীন এলাকায় নিয়ে আসে। এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাছগুলো অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করে।