নিজস্ব প্রতিবেদক::
বরিশাল লঞ্চঘাটে এক পথশিশুকে নৌ পুলিশের লাঠির আঘাতে মাথা চাঁড়া ফেটে আহত হওয়ার অভিযোগ পাওয়া যায়,
অভিযোগ সুত্রে জানা যায়, লঞ্চঘাট ২ মং গেট পার্কিংয়ের স্থানে বসে এক বৃদ্ধের সাথে নয়নের কথা কাটাকাটি হয়। এসময় পিছন থেকে বরিশাল সদর নৌ থানার ডিউটিরত এক পুলিশ সদস্য পথশিশু নয়নের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনা স্থানে অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়।
স্থানীয়রা দেখে পথশিশুকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করান।
এবিষয়ে আমি সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাতুজ্জামানকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।