স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার ২টি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম এবং বরিশাল জেলার নেতাদের যৌথ সভায় বরিশাল জেলার ২টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক এসব কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন ও প্রকাশ করা হয়।
বরিশাল জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ
বাকেরগঞ্জ উপজেলা: আহ্বায়ক- মো. মাহমুদ খান সুমন, সদস্য সচিব: আল আমিন হাওলাদার। যুগ্ম আহ্বায়ক ১। মোল্লা মাহমুদ বিন মিজান ২। আবুল কালাম আজাদ শামীম ৩। মোল্লা মাসুদ রানা ৪। তালুকদার মো. সুমন ৫। মো. মাইনুল আলম মাহিন ৬। মো. খালেক আহমেদ বাহাদুর ৭। মিলন শিকদার ৮। সুমন হাওলাদার ৯। হুমায়ন আকন্দসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
বাবুগঞ্জ উপজেলা: আহ্বায়ক- আবুল কালাম আজাদ, সদস্য সচিব: কামরুল আহসান সোহাগ। যুগ্ম আহ্বায়ক ১. খান মো. জসিম উদ্দিন ২। শাহিন মাঝি ৩। মাসুম মোল্লা ৪। বাহাদুর তালুকদার ৫। সজিব হোসেন ৬। জাকির হোসেন ৭। মো. শাহাদাৎ হোসেন ৮। মো. সোহাগ মুন্সি ৯। সোপান শরীফ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।